আকাশের সেই ‍‍`ল্যাম্বোরগিনি‍‍`তে ডিসি দম্পতি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৯:১৮ এএম
আকাশের সেই ‍‍`ল্যাম্বোরগিনি‍‍`তে ডিসি দম্পতি

ঢাকা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা নারায়ণগঞ্জের আকাশ আহমেদ ইতালীয় ‘ল্যাম্বোরগিনি’র আদলে তৈরিকৃত সেই গাড়িতে স্ত্রীকে সঙ্গে নিয়ে চড়লেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া। নিজ কার্যালয়ের সামনে স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়িটি চালান তিনি। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ উৎসুক জনতা ভিড় করেন।

মঙ্গলবার বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার জন্য আকাশকে ডিসির কার্যালয়ে নিয়ে আসেন গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে ডিসিকে অবগত করা হলে তিনি তার স্ত্রীকে নিয়ে নিচে নেমে আসেন এবং আকাশের তৈরি পরিবেশবান্ধব গাড়িটি দেখেন। এ সময় স্ত্রীকে নিয়ে গাড়িতে বসে ডিসি কার্যালয়ের সামনে ও আদালত প্রাঙ্গণে ঘুরে বেড়ান তিনি।

এদিকে ল্যাম্বোরগিনির আদলে আকাশের তৈরিকৃত গাড়িটি আদালতপাড়ায় নিয়ে হাজির হলে গাড়িটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। অনেকেই গাড়িতে বসে সেলফি তুলে একটু আনন্দ উপভোগ করেন।

গাড়ি চালানো শেষে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া জানান, নারায়ণগঞ্জে এমন প্রতিভাবান ছেলের উদ্ভাবনী ক্ষমতা দেখে সত্যিই অবাক হয়েছি। দেশে থ্রি হুইলার নিয়ে অনেক কথা হয়। পাশাপাশি অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন বন্ধের জন্য অনেক উদ্যোগ নেয়া হয়। আমরা যদি আকাশের ব্যাটারিচালিত গাড়িটিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিতে পারি তাহলে সড়কে আমূল পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস।

গো নিউজ২৪/এমআর

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর